Probashirkantho
ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পানি পান করে অসুস্থ আড়াই শতাধিক শ্রমিক, কারখানা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক:
মে ১৭, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় পানি পান করে আড়াই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

পেটব্যথা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরির বাসযোগে নাওজোড় সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ভর্তি করা হয়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে জানা গেছে। ঘটনার পর শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে সাময়িকভাবে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করে।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আজও তারা কারখানায় প্রবেশ করে এবং সেখানে থাকা সরবরাহকৃত পানি পান করেন। পানি পান করার কিছুক্ষণ পরই অনেকের পেটে ব্যথা শুরু হয় ও বমি হতে থাকে। পরে দ্রুত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কারখানার শ্রমিক মেহেদী হাসান বলেন, আমাদের কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করে। সকালে কাজে এসে অনেকেই পানি পান করার পরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে সবাইকে ছুটি দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার পানির মাধ্যমেই শ্রমিকরা অসুস্থ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানির উৎস ও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।