Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে প্রবাসী নার্সদের জন্য খুললো সৌভাগ্যের দুয়ার

অনলাইন ডেস্ক:
মে ১৫, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী নার্সদের জন্য খুলে গেছে সৌভাগ্যের নতুন দ্বার। প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে সেবা দেওয়া অভিজ্ঞ নার্সদের ‘গোল্ডেন রেসিডেন্সি ভিসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুবাই সরকার। এ সিদ্ধান্ত প্রবাসী নার্সদের জন্য এক বিশাল প্রণোদনার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এই ঘোষণা দেন। তিনি বলেন, নার্সদের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তারা দুবাইয়ের স্বাস্থ্যখাতকে মজবুত ভিত্তি গড়ে দিতে অবদান রেখেছেন।

কারা পাবেন এই সুযোগ?

গোল্ডেন ভিসা পাওয়ার জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে—

  • কমপক্ষে ১৫ বছর ধরে দুবাইয়ের স্বাস্থ্য খাতে নার্স বা সেবিকা হিসেবে কাজ করা।
  • স্বীকৃত কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত থাকা।
  • দুবাই হেলথ অথরিটি (ডিএইচএ), আবুধাবি ডিপার্টমেন্ট অব হেলথ (ডিওএইচ), অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) অনুমোদিত পেশাগত লাইসেন্সধারী হওয়া।
  • গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে স্বীকৃতি পাওয়া।
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা হাসপাতালের পক্ষ থেকে ব্যতিক্রমী সেবার জন্য মনোনীত হওয়া।

কী সুবিধা থাকছে গোল্ডেন ভিসায়?

এই ভিসার মাধ্যমে নার্সরা পাবেন ৫ বা ১০ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি সুবিধা। এর জন্য কোনো স্থানীয় স্পন্সরের প্রয়োজন হবে না। এছাড়া পরিবারসহ দুবাইয়ে বসবাসের সুযোগ। ছয় মাসের বেশি দেশের বাইরে থাকলেও ভিসার বৈধতা অক্ষুণ্ণ থাকবে।বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ।

দুবাই সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত নার্সদের মানবিক সেবার প্রতি আনুষ্ঠানিক সম্মান এবং তাদের পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাস্থ্যখাতে নিরবচ্ছিন্ন সেবা প্রদানকারী নার্সদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র: খালিজ টাইমস