রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩ আগস্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে ইউনিটসমূহের সাবজেক্ট চয়েজ গ্রহণের তারিখ, ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
পুনঃনির্ধারিত তারিখসমূহ হচ্ছে, সাবজেক্ট চয়েজ গ্রহণ ২৬ থেকে ৩১ মে, ভর্তি শুরু ১৬ জুন, ভর্তি শেষ ২৪ জুলাই এবং ক্লাস শুরু ৩ আগস্ট। সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এতে উল্লেখ করা হয়।