Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
মে ১৫, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছে। বুধবার (১৪ মে) চালানো এ অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ানটুরি বিষয়টি নিশ্চিত করেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাপুয়ার ইনতন জায়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইন্দোনেশীয় সশস্ত্রবাহিনী। সংঘর্ষে ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। অভিযানে উদ্ধার করা হয় রাইফেল, গোলাবারুদ, তীর-ধনুকসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষের পর ঐ এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, যেন পালিয়ে যাওয়া বিদ্রোহীরা পুনরায় হামলা চালাতে না পারে। সেনাবাহিনীর দাবি, অভিযানে তাদের কোনো সদস্য হতাহত হয়নি। তবে বিদ্রোহী পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাপুয়া প্রদেশে স্বাধীনতার দাবিতে বহু বছর ধরেই চলছে সশস্ত্র বিদ্রোহ। ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক বিতর্কিত গণভোটের মাধ্যমে অঞ্চলটি ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হয়। সেই সময় থেকেই সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা ইন্দোনেশিয়ার শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং পাপুয়া নিউগিনির সীমানা ঘেঁষা এই অঞ্চলটি অনেক আগে থেকেই স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। তবে সরকারের কড়া দমননীতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স