Probashirkantho
ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট

স্পোর্টস ডেস্ক:
মে ১২, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলা‌দেশ জাতীয় ক্রিকেট দ‌লের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত এই সাবেক অজি পেসার টাইগারদের দায়িত্বে থাকবেন।তিনি নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হলেন।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয় অ্যালান ডোনাল্ডের। তখনই নতুন কোচ নিয়োগ দেয়নি বিসিবি।

পরে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ২ বছরের চুক্তিতে পেস বোলিং কোচ হিসেবে অ্যাডামসকে নিয়োগ দেওয়া হয়। তবে প্রায় দেড় বছরের মাথাতেই পেস বোলিং কোচের দায়িত্বে ইতি টানতে হচ্ছে অ্যাডামসকে।

সাবেক অস্ট্রেলিয়ান পেসার টেইট বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত এক নাম। বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এছাড়া অ্যাডামসের নিয়োগের সময় বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আবেদনও করেছিলেন তিনি, যদিও শেষ মুহূর্তে নাম সরিয়ে নেওয়ায় আর সাক্ষাৎকার দেওয়া হয়নি সেবার।

কোচ হিসেবে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন টেইট। আফগানিস্তান জাতীয় দলের বোলিং পরামর্শকও ছিলেন। স্থগিত হওয়া পিএসএলের আসরে করাচি কিংসের সহকারী এবং পেস বোলিং কোচ হিসেবেও কাজ করছিলেন টেইট।