পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ও অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে পৃথকভাবে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করেন। গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয় ও ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় সামনে দুইটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।