আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এক অভূতপূর্ব ঘটনা জন্ম নিয়েছে, যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ১০ জন ব্যাটার মাত্র এক বলেই আউট হয়েছেন! তবে, এটি কোনো স্বাভাবিক আউট নয়, বরং প্রত্যেক ব্যাটারই স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন – অর্থাৎ, “রিটায়ার্ড আউট” হয়েছেন।
আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে এই ১০ জন ব্যাটারের আউট হওয়ার ঘটনা নিয়ে একটি পোস্ট করা হয়েছে, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাত ঘণ্টায় পোস্টটিতে দুই হাজারেরও বেশি লাইক এবং শতাধিক মন্তব্য পড়েছে, যা এই বিরল ঘটনার প্রতি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের প্রমাণ।
ঘটনাটি ঘটে কাতার নারী দলের বিপক্ষে ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে ইউএইর দুই ওপেনার ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করান। এরপরই ঘটে নাটকীয়তা। ইনিংসের ১৬.১ ওভারে দলের দুই ওপেনার প্রথমে রিটায়ার্ড আউট হন। পরবর্তীতে, দলের আরও আটজন ব্যাটার একে একে ক্রিজে আসেন এবং কোনো বল না খেলেই নিজেদের রিটায়ার্ড আউট ঘোষণা করেন।
এই অবিশ্বাস্য ঘটনার পেছনের কারণটি বেশ কৌতূহলোদ্দীপক। ইউএই-কাতার ম্যাচের ১৫তম ওভারের দিকে আকাশে মেঘ দেখা যায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। ম্যাচের ফলাফল নিশ্চিত করার জন্য ইউএইর ইনিংস শেষ হওয়ার পর কাতারকে অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হতো। অন্যথায়, বৃষ্টি বাগড়া দিলে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ছিল। এই পরিস্থিতি এড়াতেই ১৬ ওভার শেষে ইউএই দলের ১০ জন ব্যাটার একযোগে রিটায়ার্ড আউট হওয়ার সিদ্ধান্ত নেন।
অবশ্য, মাঠের খেলায় ইউএই সহজেই জয়লাভ করে। তারা কাতারকে মাত্র ১১.১ ওভারে ২৯ রানে অল আউট করে ১৬৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।