চলতি বছরের জুন মাস থেকে আবারো চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে থাকা বসবাসরত অবৈধ কর্মীদের জন্যও থাকছে সুখবর। শিগগিরই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া থাকা অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া।
বৃহস্পতিবার (৮ মে) মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র, মানবসম্পদ এবং কৃষি ও প্লান্টেশন মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে এ তথ্য জানা গেছে।
বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করেনি মালয়েশিয়া সরকার।
এছাড়া কোন দেশ থেকে কী পরিমাণ শ্রমিক নেবে মালয়েশিয়া, সে বিষয়টি নিয়োগকর্তা কোম্পানিগুলো ঠিক করবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা।