Probashirkantho
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিসিসি মেয়র পদ নিয়ে ফয়জুল করীমের মামলা খারিজ

অনলাইন ডেস্ক:
মে ৫, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মামলা খারিজ (বাতিল) করেছে নির্বাচনী ট্রাইবুনাল।

সোমবার (৫ মে) দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইবুনালের বিচারক হাসিবুল হাসান এ রায় দেন।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে মুফতি ফয়জুল ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছিলেন। আওয়ামী লীগের কর্মী ও প্রশাসন কেন্দ্র দখল করে তাকে পরাজিত করেছে, এ অভিযোগ করে গত ১৭ এপ্রিল মামলা করেন চরমোনাই পীরের ভাই ফয়জুল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ নায়েবে আমীর।

সিটি নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

ফয়জুলের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ নাসের জানান, ১৭ এপ্রিল মামলা করার পর ওইদিন ও ২৪ এপ্রিল শুনানী হয়েছিল। সোমবার নির্ধারিত দিনে অধিকতর শুনানী শেষে বিচারক মামলাটি গ্রহনযোগ্য নয় বলে জানান।

এক্ষেত্রে বিচারক উল্লেখ করেছেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে মামলা করতে হয়। মুফতি ফয়জুল মামলা করেছেন ৪৪৫দিন পর।

অ্যাডভোকেট নাসের বলেন, তারা তামাদি আইনে মামলাটি করেছিলেন। বরিশাল ট্রাইবুনালের রায়ে সন্তুষ্ট নন। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন তারা।

এদিকে মামলার নির্ধারিত দিন হওয়ায় শত শত পীর অনুসারী সোমবার আদালত প্রাঙ্গনে হাজির হয়েছিলেন।