হবিগঞ্জের বাহুবলে বিশেষ অপারেশনে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. বদরুল আলম ও বাহুবল উপজেলা ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মো. বদরুল আলম বাহুবল থানার দৌলতপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও তোফায়েল আহমেদ বাহুবল থানার মীরেরপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।
আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদেরকে হবিগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানা যায়।