Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক::
জানুয়ারি ৩০, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার (এএএসডিসি)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম ও রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা।

উপাচার্য এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এ ধরনের স্কিল ডেভলপমেন্ট সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বেশি যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ‘একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভলপমেন্ট সেন্টার’-এর পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হোসেন ও পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আরিফুজ্জামান।