Probashirkantho
ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা জব্দ

অনলাইন ডেস্ক:
এপ্রিল ৪, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারে টেকনাফের শীর্ষস্থানীয় ডাকাত সর্দার হারুন ডাকাতের ঘরে অভিযান চালিয়ে নগদ ৩০ লক্ষাধিক টাকাসহ অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে যৌথ বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের হারুন ডাকাতের ঘরে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে হারুন ডাকাত তার গ্রামের ঘরে অবস্থান করার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা গতকাল ভোরে অভিযান পরিচালনা করেন। অভিযানে হারুনের ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গোলা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লাখ ৩৮ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ১০টি মোবাইল সিমকার্ড ও মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়ায় হারুনকে আটক করা সম্ভব হয়নি।এলাকাবাসী জানান, হারুন ডাকাত টেকনাফ সীমান্তের আতঙ্ক। তার দলে আরো সদস্য রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ডাকাতি, অপহরণ, ছিনতাই এবং ইয়াবার চালান পাচারে জড়িত হারুন ডাকাতের বাহিনী।

ঈদের সময় নিজ ঘরে অবস্থান করার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালালেও ঘরের পেছনের দরজা দিয়ে হারুন ডাকাত কৌশলে পালিয়েছেন।