গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের হারুন ডাকাতের ঘরে এ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে হারুন ডাকাত তার গ্রামের ঘরে অবস্থান করার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা গতকাল ভোরে অভিযান পরিচালনা করেন। অভিযানে হারুনের ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গোলা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লাখ ৩৮ হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ১০টি মোবাইল সিমকার্ড ও মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র উদ্ধার করা হয়।