Probashirkantho
ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে খালের পানিতে কুমির, পিটিয়ে মারল জনতা

অনলাইন ডেস্ক:
মার্চ ২৯, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে খালের পানিতে জেলেদের ফাঁদে ধরা পড়েছে কুমির। শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় কুমিরটি দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা। একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলে তারা।

জানা গেছে, সম্প্রতি কালকিনির পালরদী নদীতে বেশ কিছুদিন ধরে একটি কুমির দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়।

শনিবার সকালে কালকিনির নতুন আন্ডারচরের পালরদী নদীর সংযোগ খালে কুমির দেখতে পান এলাকাবাসী। পরে বিভিন্ন কৌশল খাটিয়ে কুমিরটি আটকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে ভিড় জমান স্থানীয়রা। একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে মেরে ফেলে উৎসুক জনতা।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, কুমির আটকের খবর পেয়ে বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনও যাচ্ছে। উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু বন্যপ্রাণী হত্যা করা আইনগত দণ্ডনীয়। মৃত কুমিরের দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।