Probashirkantho
ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী দারুল উলূম মাদ্‌রাসার লক্ষ্য ও উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক::
জানুয়ারি ২৮, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইংরেজরা যখন তাদের শিক্ষা-সভ্যতা এবং খ্রীস্টীয় মতবাদ-এর ব্যাপক প্রচার-প্রসার শুরু করলো এবং মুসলিম যুব সম্প্রদায়ের মধ্যে মহামারির মত তার প্রভাব বিস্তার শুরু হয়ে গেল। উপরন্তু মুসলিম সমাজের মধ্যে পীর পূজা ও মাজার পূজাসহ নানা রকম বিদআত ও জাহেলিয়্যাতের ঈমান বিধ্বংসী কুসংস্কারের অনুপ্রবেশ ঘটলো, তখন মুসলমানদের ঈমান, আমল, তাহযীব, তামাদ্দুন, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, কুরআন-সুন্নাহর মূল আদর্শ তথা ইসলামী শরীয়তের হিফাযতের চেষ্টায় এবং কুফর ও শিরক, বিদ্আত ও গুমরাহী উৎখাতের মহান লক্ষ্যে একদল আত্মত্যাগী অগ্রসেনানী তৈরীর নিমিত্তে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পূর্ব বাংলার মুসলিম অধ্যুষিত চট্টগ্রাম জেলায় হাটহাজারীর প্রাণকেন্দ্রে গড়ে তোলা হয় বাংলার ক্বওমী মাদ্রাসাসমূহের জননীরূপে খ্যাত দারুল উলূম মুঈনুল ইসলাম প্রতিষ্ঠানটি। বাংলার কয়েকজন দ্বীনে মুহাম্মদীর মশালধারী, উম্মতে মুহাম্মদীর পথপ্রদর্শক, হাকীমুল উম্মত হযরত থানভী (রাহ্.)এর হাতে গড়া মর্দে মুজাহিদ শাইখুল ইসলাম হযরত মাওলানা হাবীবুল্লাহ্ (রাহ্.) এবং ওলীয়ে কামেল হযরত মাওলানা ফযলে রহমান গঞ্জেমুরাদাবাদী (রাহ্.)এর খিলাফতপ্রাপ্ত আশেকে কুরআন হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ (রাহ্.), মুনাযিরে আযম মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আব্দুল হামীদ (রাহ্.) এবং হাদিয়ে মিল্লাত হযরত মাওলানা সফী আযীযুর রহমান (রাহ্.) প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম ও ভোর রাতের আহাজারীর বরকতেই এই দ্বীনি প্রতিষ্ঠানটি বর্তমানে বহুমুখী দ্বীনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই মহামনীষীগণের সামনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীগণ (রাযি.)এর জীবনী ছিল একমাত্র আদর্শ। আল্লাহর উপর মজবুত ঈমান ও বিশ্বাস ছিল তাঁদের চলার পথে একমাত্র পাথেয়। সর্বোপরি তাঁদের শিক্ষা ব্যবস্থা ছিল নিসবতে নববীর উপর রচিত। তাই তো দারুল উলম হাটহাজারী থেকে এ পর্যন্ত হাজার হাজার আলেম তৈরী হয়ে বিশ্বের আনাচে-কানাচে দ্বীনের বহুমুখী কাজে ব্রত রয়েছেন। যে সকল লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আকাবিরগণ দারুল উলূম হাটহাজারী প্রতিষ্ঠা করেন, তা নিম্নে তুলে ধরা হল-

দারুল উলূম হাটহাজারী প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যাবলী:

(১) ইলায়ে কালিমাতুল্লাহ, অর্থাৎ- দাওয়াত ও তাবলীগ, তালীম, তাআল্লুম তথা মুজাহাদা ও জিহাদ ফী ছাবীলিল্লাহ মাধ্যমে আল্লাহর কালিমাকে বুলন্দ করা এবং এই উদ্দেশ্যে মর্দে মুজাহিদ তৈরী করা।

(২) এহ্ইয়ায়ে সুন্নাত ও ইমাতাতে বিদআত তথা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর যাবতীয় সুন্নাতের প্রচার, প্রসার এবং সকল বিদআত ও রসুমাতকে (কুপ্রথা) মিটিয়ে দেয়া।

(৩) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর পূর্ণ নীতি ও আদর্শের উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা চালু এবং তদানুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন করা। অর্থাৎ কুরআন হাদীস ও আকাঈদের বিষয়াবলীর যুক্তিসিদ্ধ ব্যাখ্যা এবং এ সম্পর্কীয় সকল প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষা দেয়া।

(৪) এমন একটি কাফেলা সৃষ্টি করা, যাদের ক্ষুরধার লেখনী, জ্বালাময়ী অনলঝরা বক্তব্য ইসলামের সঠিক অনুভূতির পুনর্জাগরণে এবং হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ তথা ইসলামী তাহযিব-তামাদ্দুন সর্বস্তরের মানুষের মাঝে সঠিক বাস্তবায়নে সক্ষম হবে। এরই ফলশ্রুতিতে বিশ্ব মানবতা খুঁজে পাবে হিদায়াতের সঠিক ও সহজতর পথ।

(৫) আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদা হানাফী মাযহাব, হযরত মুজাদ্দিদে আলফে সানী (রাহ্.)এর দৃষ্টিভঙ্গী, হযরত মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ্ (রাহ্.)এর চিন্তাধারা, হযরত মাওলানা রশীদ আহমদ গঙ্গুহী (রাহ্.), হযরত মাওলানা কাসেম নানুতুভী (রাহ্.) ও হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রাহ্.)এর আত্মশুদ্ধির পদ্ধতি ও উপদেশাবলী, শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমদুল হাসান দেওবন্দী (রাহ্.) ও শাইখুল আরব ওয়াল আযম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী (রাহ্.)এর সংগ্রামী জীবন দর্শনকে সামনে রেখে তদনুসারে (দারুল উলূম দেওবন্দের ন্যায়) একটি আদর্শ ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে তোলা।