ফিলিস্তিনির গাজাবাসীর উপর বর্বর ইসরাইলী বাহিনীর নির্বিচারে গণহত্যা, নারী নির্যাতন এর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) জোহরের নামাজ বাদ উপজেলা সদর হাসপাতাল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে। মিছিলটি মুকসুদপুর সদর বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
ইসলামী আন্দোলন মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরহাদ হোসেনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আইনজীবি পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ মিজানুর রহমান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।