সিলেট নগরের সুবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় ভবনের সামনে রাস্তার ওপর ঝুলন্ত এলইডি সাইন বোর্ডে হঠাৎ এ লেখাটি ভেসে ওঠে।
জানা যায়, রাতে ইবনে সিনা হাসপাতাল লিমিটেডের ইলেকট্রিক সাইনবোর্ডে হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠা দেখে তাৎক্ষণিক কৌতূহলী জনতা ভিড় করেন। তবে এ বিষয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে ইবনে সিনা হাসপাতাল সিলেটের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হককে ফোনকল দিলেও তিনি রিসিভ করেননি।