Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শাশুড়িকে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া সেই তছিকুল আটক

অনলাইন ডেস্ক:
মার্চ ২০, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর বাঘা উপজেলায় শাশুড়িকে হত্যা মামলার একমাত্র আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বুধবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তছিকুল উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, র‍্যাব-৫ এর একটি দল বুধবার রাত ১২টার দিকে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ঘটনার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট স্থানীয় রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের সঙ্গে বিয়ে হয় তছিকুলের। বিয়ের পর থেকেই মনিকা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তছিকুল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে মনিকা স্বামীর সংসার ছেড়ে তার মায়ের বাড়ি চলে যান। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তছিকুল। এর জের ধরে গত বছরের ২৭ এপ্রিল তছিকুল প্রথমে তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালান। এতে ব্যর্থ হলে পরে ধারালো দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তার শাশুড়িকে হত্যা করেন। এরপর তার মরদেহ পুকুরের পানিতে ফেলে দেন। এ ঘটনায় তার নামে হত্যা মামলা হয়। তবে ঘটনার পর থেকেই তছিকুল পলাতক ছিলেন। তাই তাকে ধরার জন্য বাঘা থানা পুলিশের পাশাপাশি র‍্যাবও এ ঘটনার ছায়াতদন্ত শুরু করে।

বুধবার রাতে ওই গ্রামে অবস্থানের খবর পেয়ে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাবে বলেও র‍্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।