Probashirkantho
ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির সাবেক পিপি আবদুল মন্নান রসুল কারাগারে

অনলাইন ডেস্ক:
মার্চ ১৬, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে বিস্ফোরক আইনের তিন মামলার এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি।

রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি-০২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবদুল মান্নান রসুল গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। ঝালকাঠি জেলা বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ ও হামলা, জেলা বিএনপির সদস্যসচিবের বাসায় হামলা ভাঙচুর, আইনজীবী সমিতিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টিসহ একাধিক হামলা ভাঙচুরের ঘটনায় তার নামে ঝালকাঠি সদর থানায় ছয়টি মামলা হয়।

এসব মামলায় আবদুল মান্নান রসুল হাইকোর্ট থেকে গত ১৯ ও ২০ জানুয়ারি আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার আদালতে আত্মসমর্পন করে ছয়টি মামলায়ই জামিন আবেদন করেন তিনি।

বিচারক তিনটি মামলার জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে বাকি তিন মামলার জামিন শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেন বিচারক।

আবদুল মান্নান রসুলের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমীন বাকলাই। রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন।