গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর । রবিবার (২৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় ফরিদ মিয়া কমপ্লেক্স মুকসুদপুর প্রেসক্লাবে অফিসে কর্মরত সাংবাদিকদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন । মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় । এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো:মিজান মিয়া, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম ফরহাদ রিপন ও বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহমদ কবির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরেফিন মুক্তা, সদস্য ইসমাইল হোসেন পান্নু ও সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেচহিলেন।