Probashirkantho
ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি শরফুজ্জামান জাহাঙ্গীরের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি::
জানুয়ারি ২৬, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর । রবিবার (২৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় ফরিদ মিয়া কমপ্লেক্স মুকসুদপুর প্রেসক্লাবে অফিসে কর্মরত সাংবাদিকদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন । মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় । এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো:মিজান মিয়া, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম ফরহাদ রিপন ও বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহমদ কবির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরেফিন মুক্তা, সদস্য ইসমাইল হোসেন পান্নু ও সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেচহিলেন।