Probashirkantho
ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দূষণকারীকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক:
মার্চ ৫, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে আইনে সংশোধনী আনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

বুধবার (০৫ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে লিখিত আকারে এই দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরির সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা অর্জন করতে সক্ষম হয়েছি। তা সত্ত্বেও পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।

চিঠিতে বলা হয়েছে, যেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে।

আপিল বিভাগের পরামর্শ/মতামত অনুসারে পদক্ষেপ গ্রহণ করা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ/মতামতের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ সংশোধন করে পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের নির্বচনে অযোগ্য ঘোষণা করার আইনি বিধান সংযোজন করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।